• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট অবৈধ

অনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১

ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ এ রায় দেন।

আসছে জানুয়ারি সেশন থেকে আর ভ‌্যাট আদায় না করতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

২০১২ সালে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের বেতনের ওপর সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এ বছরে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ।

আইনজীবী এম মনজুর আলম জানান, গেলো বছরের ৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিপত্রে একটি অংশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়।

দু’টি স্কুলের শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেয় হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh