• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ব্যাগ নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬

শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ বহন করানো যাবে না। এ বিষয়ে আইন প্রণয়নের নির্দেশ দিলেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৬ মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন করতে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে তদারকির নির্দেশও দেয়া হয়েছে।

গেলো আগস্টে প্রাথমিক বিদ্যালয় শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না-জানতে চেয়ে রুল জারি হয়েছিল। একইসঙ্গে প্রাক-প্রাথমিকে পড়ুয়া শিশুদের স্কুলব্যাগ বহন না করতেও রুল দেন আদালত।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে আবেদন করেন ৩ আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও ‍আনোয়ারুল করিম।

এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh