• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে ড্রোনের কারণে ভোগান্তিতে বিমানের যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩১

যুক্তরাজ্যে ড্রোনের কারণে গ্যাটউইক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন সেখানকার যাত্রীরা।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে বিমানবন্দরটির রানওয়ে বন্ধ হয়। এতে প্রায় ১০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। গণমাধ্যমটির অন্য এক প্রতিবেদনে বলা হয়, এখনও রানওয়ে বন্ধ রয়েছে। ড্রোনের মালিককে পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

স্থানীয় সময় রাত ৯টায় হঠাত দুটি ড্রোন নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। তখন দেখা যায়, রানওয়েটি যেখান থেকে পরিচালনা করা হয় সেই কন্ট্রোল রুমের দিকে আসছে দুটি ড্রোন। এরপরই রানওয়ে বন্ধ করে দেয়া হয়। রানওয়ে খুলে দেয়া হলেও ৪৫ মিনিট পর আবার ড্রোন দুটি নজরে আসলে রানওয়েটি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়।

এ সম্পর্কে গ্যাটউইক চিফ অপারেটিং অফিসার ক্রিস উডরফ বলেন, ড্রোনের অপারেটরদের খুঁজছে পুলিশ। তাদের পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
X
Fresh