• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

বিজয় দিবসে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

মোস্তফা ইমরান রাজু, জোহর, মালয়েশিয়া

  ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯

পাকিস্তান জালমিকে চার উইকেটে হারিয়ে বিজয় দিবস কাপ-২০১৮’র চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম ইন জোহর। বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার জোহর প্রদেশের জোহর ক্রিকেট একাডেমির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ২০ ওভারের এ ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

পাকিস্তানের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার ওভার বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত এই তরুণরা। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান দলনায়ক আনিক হাসান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে অধিনায়ক অনিক হাসানের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম ইন জোহর।

লাল সবুজের পতাকা নেড়ে বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে স্টেডিয়াম থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন প্রবাসী বাংলাদেশিরা।

টুর্নামেন্টের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন- জোহর প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন, নাসির, আবুল কালাম, মোস্তফা, ইসমাইল হোসেন ও মামুন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জোহর কমিউনিটি নেতা মোহাম্মদ ফাহিম, নজরুল ইসলাম বাবু, ইসরাফিল আল শামিম, নাছিরসহ অনেকে।

বিজয়ের দিনে পাকিস্তানের সঙ্গে এই জয় অন্যরকম এক আনন্দ বয়ে এনেছে বলে মন্তব্য করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন।

জোহর প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা শারফিন মিয়া বলেন, একাত্তরের এইদিনে পাকিস্তানকে হারিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম সেই ১৬ই ডিসেম্বরে পাকিস্তানকে হারানোর আনন্দই আলাদা। খুব ভালো লাগছে বিজয়ের দিনে আর একটি বিজয় মাঠে এসে উপভোগ করতে পারায়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত
X
Fresh