• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষককে ছেড়ে মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩

অরিত্রির আত্মহত্যার ঘটনায় মূলত শাখা প্রধান ও প্রিন্সিপাল জড়িত, তাদের গ্রেপ্তার না করে একজন নির্দোষ শিক্ষককে জেলে দেয়া হয়েছে দাবি করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মত আন্দোলন করছে।

শনিবার বেলা ১১টায় ভিকারুননিসা স্কুলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ অভিযোগ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভকারীরা এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।

শিক্ষার্থীরা বলেন, যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার না করে নির্দোষ ব্যক্তিকে জেলে নেয়া হয়েছে। শিক্ষিকা হাসনা হেনা একজন ক্লাস শিক্ষক। তিনি অরিত্রির বাবা মাকে অপমান করেননি? এখানে অরিত্রির মৃত্যুর জন্য দায়ী অধ্যক্ষ ও শাখার প্রধান শিক্ষক। অভিভাবকরা বলছেন, এখানে একটা গেইম হচ্ছে।মূল দোষীরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে।

গত বুধবার মধ্যরাতে শিক্ষিকা হাসনা হেনাকে উত্তরার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।

নকলের অভিযোগে অভিভাবককে ডেকে অপমান করায় গত সোমবার দুপুরে আত্মহত্যা করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী।

এ ঘটনায় রাতেই ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে ভিকারুননিসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রির বাবা।

সেই মামলায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের এমপিও বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh