• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘দেবী’ প্রদর্শিত

কামরুজ্জামান হেলাল, মিশিগান, যুক্তরাষ্ট্র

  ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রদর্শিত হলো অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। গতকাল শনিবার মিশিগান স্টেট, ডেট্রয়েট সিটির বেল এয়ার লাক্সারী সিনেমা হলে ‘দেবী’ ছবিটি প্রদর্শিত হয়।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে বিভিন্ন হলে মুক্তি পেয়েছে দেবী। নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, বাকিংহাম, ডালাস, মিশিগানসহ প্রায় ২০টি শহরে চলছে ছবিটির প্রদর্শনী। এছাড়া অস্ট্রেলিয়া, সুইডেন ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে থিয়েটার হলে দেবী চলছে সমান তালে।

যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীর দর্শকরা ছবিটি দেখতে থিয়েটারগুলোতে ভিড় করছেন। অন্যান্য শহরে ‘দেবী’ মুক্তি পেলেও মিশিগানে বাংলাদেশের বাংলা সিনেমাটি প্রদর্শিত হলো দীর্ঘ ১৮ বছর পরে। ১৮ বছর আগে হুমায়ূন আহমেদ-এর ‘দুই দুয়ারী’ ছবিটি প্রদর্শিত হয়েছিল মিশিগানে।

যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ ফিল্ম। মিশিগানে আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায় প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন তারা। দর্শকের চাহিদা থাকলে ভবিষ্যতে বাংলাদেশের ছবি মিশিগানে আরও প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও বললেন আয়োজকরা। তারা বলেন, শো’-র ৩ দিন আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট।

এদিকে মিশিগান বসবাসরত বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দেবী সিনেমাটি। এর মধ্যেও দর্শকেরা ছবিটি দেখতে সিনেমা হলে ভিড় লক্ষ্য করা যায়, সুদূর কানাডা থেকেও দর্শক ছবিটি দেখতে আসে।

এদিকে মধ্যপ্রাচ্যের কাতার, দুবাই, বাহরাইনসহ বেশ কয়েকটি শহরে শিগগিরই দেবীর প্রদর্শন শুরু হওয়ার কথা।

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস।

সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবির অন্যতম প্রযোজক ও রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ।

মিশিগানে দেবী ছবিটির অরগানাইজার হিসেবে ছিলেন- সাফিউল বশির সাফি, আলরাজী সনেট, আবির হাসান, মেহেদী হাসান, নুসরাত জাহান এবং মাফরুহা জাহান।

এছাড়াও ছবিটির প্রদর্শনীতে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি
স্বাধীন বাংলায় নারী কেন্দ্রিক যত চলচ্চিত্র
দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
X
Fresh