DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

ইসিজির মতোই কার্যকরী হৃদরোগ নির্ণয়ের এই অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ নভেম্বর ২০১৮, ২১:৫০ | আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:২১
বিজ্ঞানীরা নতুন একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছে যা হৃদরোগের অবস্থা পর্যবেক্ষণ করতে সক্ষম। এমনকি ইসিজির মতোই নির্ভুলভাবে হার্টের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে এটি। এজন্য অ্যাপটি ব্যবহারে অনেক জীবন বাঁচবে।

গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই অ্যাপের নাম এলাইভ-কোর। যুক্তরাষ্ট্রের ইন্টারমাউন্টেন মেডিকেল সেন্টার হার্ট ইনস্টিটিউটের গবেষকরা দেখেছেন, অ্যাপটি হার্টের কার্যক্রম সফলতার সাথে পর্যবেক্ষণ করে। এছাড়া কারও হার্ট ব্লক হয়ে গেলে সংশ্লিষ্ট তথ্যও প্রদান করতে পারে।

গবেষকরা বলছেন, “হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা যত দ্রুত তথ্য পাবো, তত দ্রুত রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হবে। একজন রোগীর জীবন রক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এলাইভ-কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাপ সম্পর্কিত গবেষণায় ২০৪ জন রোগীর তথ্য নেয়া হয়। প্রথমে তাদের ইসিজি তথ্য এবং পরবর্তীতে অ্যাপের তথ্য নিয়ে দেখা যায়, দুটির ফলাফলই প্রায় কাছাকাছি।

এ সম্পর্কে গবেষক দলের সদস্য জে ব্রেন্ট মুহলেস্টেইন বলেন, হঠাৎ করে কারও বুক ব্যাথা হলে মনে করেন এমনিতেই কিংবা গ্যাসের কারণে হচ্ছে। এজন্য পরীক্ষা-নিরীক্ষায় যান না তারা। এটা খুবই বিপদজনক। মূলত এসব ক্ষেত্রে এলাইভ-কোর অ্যাপটি সহায়ক হবে।

ডি/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়