• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টাম্পাকোর মালিকসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় হত্যার অভিযোগে করা দু’ মামলায় মালিকসহ ৬ কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন হাইকোর্ট।

তবে দু’ মামলায় মালিকের স্ত্রী ও এক মামলায় মেয়েকে আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

দু’ মামলায় টাম্পাকোর মালিক, পরিবারের সদস্য, কর্মকর্তাসহ ৮ জনের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ২১ নভেম্বর দু’ মামলায় ৮ জন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে বুধবার আদেশ দেন আদালত।

আদালতে ৮ জনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, মাহবুব আলী ও এম আতাউল গনি।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

গেলো ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করে পুলিশ। নিহত একজনের বাবা ৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

এপি/ এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh