• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাহবুবে আলমের পদ নিয়ে রিটের শুনানিতে বিব্রত হাইকোর্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৬, ১৩:৫১

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকা নিয়ে করা রিটের শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চের একজন বিচারপতি শুনানিতে বিব্রত বোধ করেন।

নিয়ম অনুযায়ী এখন তা প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি পরবর্তীতে যে বেঞ্চ ঠিক করে দেবেন সেখানেই শুনানি হবে।

সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুযায়ী ৬৭ বছর পর এই পদে থাকার নিয়ম নেই। কিন্তু আইন লঙ্ঘন করে মাহবুবে আলম এই পদে বহাল আছেন।

গেলো ১০ নভেম্বর দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিয়ে এই রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ । রিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিবাদী করা হয়েছে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে গেলো ২১ মার্চ মাহবুবে আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু লিগ্যাল নোটিশের কোনো জবাব না পাওয়ায় এই রিট করা হয়।

এমকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh