• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মালয়েশিয়ার সাবাহ রাজ্যে দুতাবাসের কনস্যুলার সেবা প্রদান 

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০২৪, ২৩:৪৮
ছবি : আরটিভি নিউজ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাবাহ্ রাজ্যের কোতা কিনাবালু শহরের ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্য় দুই দিনব্যাপী (১৯ ও ২০ অক্টোবর) মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।

এ সময়ে সাবাহ্ রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও গণশুনানিসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবাসমূহ প্রদান করা হয়।

মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুলসংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর কন্স্যুলার সেবা প্রদান কালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্-এর সম্মানিত শিক্ষকসহ সবাইকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।

এ ছাড়াও সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় সাবাহ্-তে বসবাসরত বাংলাদেশি সকল সেবাপ্রার্থী এবং কম্যুনিটি সদস্যদের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের হয়রানির অভিযোগ, বন্ধ হচ্ছে ইএসকেএল কার্যক্রম
মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো যুবারা
শাহজালাল বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
ইএসকেএলের অনিয়ম-দুর্নীতিতে দুর্ভোগে মালয়েশিয়া প্রবাসীরা