• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশি আটক

আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২২:৩৯
মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশি আটক
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১৪ জুন) পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে অভিযান চালানো হয়। অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৮ বাংলাদেশি, চারজন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮, ভারতের এক এবং পাকিস্তানের দুই নাগরিক রয়েছেন। তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়া কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করেন এবং তাদের সুরক্ষা প্রদান করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
লেবানন থেকে প্রথম দফায় ফিরলেন ৫৪ বাংলাদেশি