• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

অনুমতি ছাড়া সৌদি প্রবাসীরা হজ করলে কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৮:০৮
অনুমতি ছাড়া সৌদি প্রবাসীরা হজ করলে কঠোর ব্যবস্থা
ফাইল ছবি

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হজ পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স বার্তায় বলেছে, সৌদি প্রবাসীদের কেউ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এ ছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যে কেউ নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে জানিয়েছে দেশটির পাবলিক সিকিউরিটি।

শুধু তাই নয়, অনুমতি ছাড়া হজ পালনকারীদের আনা-নেওয়া তথা পরিবহনের কাজে জড়িত কেউ ধরা পড়লে তাকে ছয় মাস পর্যন্ত জেল এবং ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

উল্লেখ্য, সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৪ জুন থেকে। সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরলেন ৬৯ হাজার ৭৪২ হাজি, মৃত্যু বেড়ে ৬৫
দেশে ফিরলেন প্রায় ৬৯ হাজার হাজি
দেশে ফিরলেন প্রায় ৬৬ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৬৪
ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি