দুই বিভাগে টানা ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
![](https://www.rtvonline.com/assets/news_photos/2024/06/06/image-277137-1717687404.jpg)
আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে অধিদপ্তর। এতে প্রথম দুই দিন দুই বিভাগে এবং পরের দিন তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
![নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/25/image-305962-1735107695.jpg)
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর
![ওমরাহ পালনকারীদের জন্য সুখবর](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/26/image-306143-1735221734.jpg)
যে কারণে শীত অনুভূত হচ্ছে না, জানাল আবহাওয়া অফিস
![যে কারণে শীত অনুভূত হচ্ছে না, জানাল আবহাওয়া অফিস](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/27/image-306235-1735300072.jpg)
শীত বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস
![শীত বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/29/image-306408-1735455247.jpg)
তাপমাত্রা নিয়ে আবহাওয়ার দুঃসংবাদ
![তাপমাত্রা নিয়ে আবহাওয়ার দুঃসংবাদ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/30/image-306527-1735537830.jpg)
এমন শীত আরও যতদিন থাকতে পারে
![এমন শীত আরও যতদিন থাকতে পারে](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/02/image-306974-1735817446.jpg)
শৈত্যপ্রবাহ কবে শুরু, জানালেন আবহাওয়াবিদ
![শৈত্যপ্রবাহ কবে শুরু, জানালেন আবহাওয়াবিদ](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/02/image-306998-1735825062.jpg)