• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

সারাদেশে লাগাতার ঝড়-বৃষ্টির শঙ্কা

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ০২:১০
ঝড়বৃষ্টি
রাজধানীর উত্তরায় ঝড়ে সড়কে উপড়ে পড়েছে গাছ, ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার রাত পর্যন্ত এর প্রভাব থাকবে। ঢাকায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে মহাবিপৎসংকেত কমিয়ে ৩ নম্বরে আনা হয়েছে। ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে দুর্বল হলেও মঙ্গলবার রাত পর্যন্ত এর প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার রাতে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করলেও এটি এখনো যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার ফলে সারাদেশে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার রাত পর্যন্ত এর প্রভাব থাকবে। ঢাকায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে।

ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যার পর উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায়। এরপর সোমবার বেলা ১১টায় ক্রমান্বয়ে দুর্বল হয়ে এটি স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়।

তবে রেমালের প্রভাবে সোমবার সারাদেশে ঝড়-বৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতের মধ্যেই যে ১০ অঞ্চলে ঝড়, হুঁশিয়ারি সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া অফিসের নতুন বার্তা