• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৫ মে : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ০৬:৫০
আদমজি জুট মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা
১৯৫৪ সালের এইদিনে আদমজি জুট মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা হয়। এতে সরকারি হিসাবে ৪০০, বেসরকারি মতে ৬০০ জন নিহত হয়।

আজ বুধবার, ১৫ মে ২০২৪।এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।

১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।

১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।

১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।

১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।

১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।

১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।

১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

জন্ম:

১৫৬৫ - ক্লডিও মন্টেভার্ডি, ইতালীয় গীতিকার।

১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক মিশনারি।

১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৭৭৩ - রাজপুত্র ক্লেমেন্স ভেনজেল ভন মেটারনিখ, অস্ট্রিয়ান কূটনীতিক।

১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।

১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।

১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।

১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।

১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৬২ - আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।

১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।

১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক।

১৮৯২ - জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা ।

১৮৯৫ - প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ।

১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।

১৮৯৮ - আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।

১৮৯৯ - জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল।

১৯০২ - রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র।

১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।

১৯০৫ - জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।

১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯০৯ - জেমস মেসন, ইংরেজ অভিনেতা।

১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।

মৃত্যু:

১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।

১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।

১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ে প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ
২ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
২৯ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে