• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০২
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাতে দেওয়া এক সতর্কবার্তায় সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা ভেতর এসব জেলায় এ ঝড় বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আট বিভাগেই শিলাবৃষ্টি হতে পারে। রাজশাহী ও দিনাজপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালের মধ্যে যেসব জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়
হিলিতে স্বস্তির বৃষ্টি
৭ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
টানা দাবদাহের পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি
X
Fresh