• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ২১:২০
তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
ফাইল ছবি

দেশের অনেক জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরইমধ্যে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় মঙ্গলবার সন্ধা পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

শুধু তাই নয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তাপপ্রবাহের চলমনা এই অবস্থা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালের মধ্যে যেসব জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়
যে ৪ বিভাগে রোববার তাপপ্রবাহ থাকতে পারে
৭ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
X
Fresh