• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিককে জখম, তিতুমীরের ছাত্রলীগ নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২৪, ০৫:৫০
অভিযুক্ত ছাত্রলীগ নেতা এস এম ইমরুল রুদ্র (সংগৃহীত ছবি)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র বহিষ্কার হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে ইমরুল রুদ্রকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

তবে বিজ্ঞপ্তিতে ‘শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপের বিবরণ দেওয়া হয়নি।

অভিযোগ আছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র সাব্বির আহমেদের ওপর এই হামলা করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কলেজে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়া শেষে কর্মস্থলে ফেরার পথে হামলার শিকার হন ওই সাংবাদিক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনানীতে চলন্ত বাসে আগুন
‘রাজধানীর ১০ থানায় কিশোর গ্যাং বেশি’
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
X
Fresh