• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যে দোয়া পাঠকারীকে আল্লাহ সন্তুষ্ট করবেন

আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৪, ১০:১০
ফাইল ছবি

ইসলামের পরিভাষায়, দোয়া শব্দটির আক্ষরিক অর্থ আহ্বান, ডাকা, চাওয়া বা আবদার করা; যা ইসলামে একটি বিশুদ্ধ মিনতি প্রক্রিয়া। এই শব্দটি এসেছে একটি আরবি শব্দ থেকে যার বাংলায় অনুবাদ ডাক বা তলব করা, মুসলমানরা একে ইসলামি আইন হিসেবে এবং সওয়াব বিবেচনা করে পালন করে থাকে।

রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ইবাদতের সারাংশ।’

আর আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ‘তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা শিগগিরই জাহান্নামে দাখিল হবে, এবং লাঞ্ছিত হবে (সুরা আল-মুমিন, আয়াত ৬০)।’

আর এমন একটি দোয়া আছে, যা সকালে ও সন্ধ্যায় ৩ বার পাঠকারীকে আল্লাহ সন্তুষ্ট করবেন।

দোয়াটি : র দ্বী-তু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দ্বীনান ও বি মুহাম্মাদীন নাবিয়্যা ও রসু-লা।
অর্থ: আমি সন্তুষ্ট আল্লাহ তায়ালার প্রতি রব হিসেবে, ইসলামের প্রতি দীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নবী ও রাসুল হিসেবে।

রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এ দু’আটি পাঠ করবে আল্লাহ তা’আলা তাকে অবশ্যই সন্তুষ্ট করবেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে সদর উদ্দিন মিয়ার স্মরণে দোয়া মাহফিল 
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয় : হাইকোর্ট
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
X
Fresh