• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিশেষ ক্লাসের নামে কোচিং, যে নির্দেশনা দিলো মাউশি

আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২৪, ২১:০৬
ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে কোচিং করানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৪ মার্চ) মাউশির পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে বা কোচিংয়ে বাধ্য করানো হচ্ছে। এ ছাড়া কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিতরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে সাপ্তাহিক বা মাসিক মূল্যায়নের নামে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

এসব কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত রাখা এবং নতুন শিক্ষাক্রম যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে আগের নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রতিষ্ঠানের নির্ধারিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছে মাউশি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : মাউশি
ঢাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সিলগালার নির্দেশ
বেতন-ভাতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি
X
Fresh