• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০
জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই পরীক্ষায় ৬৭১টি কেন্দ্রে এক হাজার ৯১১টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সংশোধিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। আগামী ১৩ মে ২০২৪ তারিখ এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
‘সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইত না’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
X
Fresh