• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫
কিংবদন্তিতুল্য এই তিন ফুটবলারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি
ছবি : সংগৃহীত

আজ সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন। বছর শেষ হতে আরও অধিবর্ষে ৩৩০ দিন বাকি। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী-

ঘটনাবলী

১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।
১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ - ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ - লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।
১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম

১৭৯৯ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্মগ্রহণ করেন।
১৮৪০ - টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্মগ্রহণ করেন।
১৮৬৬ - স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্মগ্রহণ করেন।
১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ জন্মগ্রহণ করেন।
১৮৯৪ - বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন।
১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং জন্মগ্রহণ করেন।
১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার জন্মগ্রহণ করেন।
১৯৩২ - ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেন।
১৯৭৬ - ভারতীয় চলচ্চিত্র তারকা অভিষেক বচ্চন জন্মগ্রহণ করেন।
১৯৮৪ - আর্জেন্টিনাইন ফুটবলার কার্লোস তেভেজ জন্মগ্রহণ করেন।
১৯৮৫ - পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন।
১৯৯২ - ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারেরও জন্মদিন আজ।

মৃত্যু

১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মারা যান এই দিনে।
১৮৫৯ - বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্যের মৃত্যু হয় আজকের এই তারিখে।
১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল মৃত্যুবরণ করেন।
১৯৭৯ - বিখ্যাত ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার মৃত্যুবরণ করেন।
১৯৮৮ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত মৃত্যুবরণ করেন।
১৯৯৮ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন মারা যান ।
১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ মারা যান।
২০২০ - মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী স্টানলি কোহেন মারা যান।
২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা যান।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
২৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
২৩ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh