• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১

নিউইয়র্ক পুলিশে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই কর্মকর্তা লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরী।

শুক্রবার (২৬ জানুয়ারি) নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় এক অনুষ্ঠানে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড এ ক্যাবান সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরীকে সার্টিফিকেট প্রদান করেন পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।

বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়। এই দুজনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

দুই কর্মকর্তার পদোন্নতিতে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেক্টিভ রাসিক মালিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদসহ আরও অনেকে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ
কাউন্সিল অ্যাট লার্জ হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত ড. নীনার শপথ গ্রহণ
X
Fresh