• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

তিন জেলায় শৈত্যপ্রবাহ, থাকতে পারে যত দিন

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৩২
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে শীত বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উত্তরের তিন জেলায় শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ জানুয়ারি) সকালে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়েছে, শুধু উত্তরাঞ্চল নয়, দেশের আরও তিন বিভাগে তাপমাত্রা কমেছে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা সামান্য বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তিন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই দিন এ অবস্থা থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির প্রবণতা বাড়বে, তাপমাত্রা আরও কমবে
দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, ৬ অঞ্চলে সতর্কসংকেত
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
রাতেই ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
X
Fresh