• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

গুলিবিদ্ধ আরো ৪ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯

মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে গুলিবিদ্ধ হয়ে আহত আরো চার রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার।

এরা হলেন ইমাম শরিফ (১৬), শওকতউল্লাহ (২৮), মোহাম্মদ তাহের (২১) এবং আব্দুল করিম (১৯)। এরা সবাই মংডুর বাসিন্দা।

আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন পায়ে এবং অপর জন উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।

এ পর্যন্ত মোট ৯৬ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে বর্তমানে ৮৬ জন চিকিৎসাধীন আছেন। যাদের অধিকাংশই গুলিবিদ্ধ এবং স্থলমাইন বিস্ফোরণে আহত। এছাড়া চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের মধ্যে ২ জন মারা গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আরও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, উত্তেজনা ছড়াতে পারে পার্বত্য অঞ্চলে
সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
X
Fresh