• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দুবাইয়ে সাহরি খেয়ে কাজে ফেরার পথে প্রাণ গেল বাংলাদেশির

আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪১
ছবি : সংগৃহীত

দুবাইয়ে সাহরি খেয়ে কাজে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সোহেল (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) ভোর ৪টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ সোহেল চট্টগ্রামের রাউজান দক্ষিণ আব্দুল্লাহপুর ইউনিয়নের গণিপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে।

জানা গেছে, দুবাইয়ের আবির আল আইন সবজি মার্কেটে কাজ করতেন সোহেল। প্রতিদিনের মতো শনিবার ভোর রাতে তিনি কর্মস্থল থেকে সাহরি খেতে বাড়িতে যান। সাহরি খেয়ে পুনরায় কর্মস্থলে ফেরার পথে দুবাই ইন্টারন্যাশনাল সিটির সড়কের জেব্রা ক্রসিংয়ে দ্রুতগামীর একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক গাড়ি চালককে দুবাই পুলিশ আটক করেছে।

এদিকে সোহেলের মরদেহ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে রাখা হয়েছে। আমিরাতে তার আরও দুই ভাই রয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে বছরে চলাচল করতে পারবে ২৬ কোটি যাত্রী
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
X
Fresh