• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় রেস্টুরেন্টে ঢুকে বাংলাদেশিকে হত্যা

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া

  ২০ আগস্ট ২০১৭, ১৩:৫৫

মালয়েশিয়ায় শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রোববার সকাল পৌনে আটটার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরে শওকতের নিজ কর্মস্থলের পাশেই এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। তার বয়স ২৮ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জালান ইম্বির আল মাহমুদিয়া রেস্টুরেন্টে কাজে আসেন শওকত। ওই সময় ৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় এবং হত্যা করে পালিয়ে যায়।

দাং ওয়াঙ্গির অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ সুকরি কামান বলেন, খবর শুনে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেখানে রক্তাক্ত অবস্থায় শওকতকে উদ্ধার করে এবং কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
X
Fresh