• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২২, ১২:৩১
ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল
অধ্যাপক মো. আলমগীর রহমান

উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৯ জুন) ভোর চারটার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক ও আল্লামা কাশগরী হলের সাবেক হল সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক আলমগীর হোসেন কিডনি সমস্যাসহ নানা রোগে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হতো। সবশেষ জন্ডিস ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সকাল দশটায় মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরা নেওয়া হবে। সেখানে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সবার কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য চেয়েছেন তার এই সহকর্মী।

প্রসঙ্গত, অধ্যাপক আলমগীর রহমান বিসিএস নবম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি মাদরাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষও ছিলেন। এ ছাড়া সরকারি কবি নজরুল কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh