• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিয়ারের শুরুতেই কোটি টাকার চাকরির প্রস্তাব

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৬:৪৭

জীবনের প্রথম চাকরিতে দুই কোটি টাকা বেতনের প্রস্তাব পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র বিশাখ মণ্ডল (২২)।

তিনি ভারতের মুর্শিদাবাদের প্রত্যন্ত সুখী গ্রামের বাসিন্দা। বাবা কাজের জন্য সব সময় বাইরে থাকেন। মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে রামপুরহাট চলে যান। সেখানেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

ক্যারিয়ারের শুরুতেই বড় বড় অর্জন তার ঝুলিতে। গুগল, ফেসবুকের মতো বেশ কয়েকটি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পান তিনি।

তিনি জানান, ফেসবুক বছরে ১ কোটি ৮৩ লাখ ও গুগল লন্ডন ১ কোটি ৪০ লাখ টাকার চাকরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে অ্যামাজন দিয়েছে ১ কোটি ১৩ লাখ টাকার প্রস্তাব। তবে, গুগল এবং ফেসবুকের সঙ্গে কথাবার্তা চলছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি সেখানে যোগদান করব।

এর আগে যাদবপুরের দশ শিক্ষার্থী বছরে প্রায় এক কোটি টাকার চাকরি পেয়েছিলেন। বিশাখের ক্ষেত্রে টাকার অঙ্ক তার দ্বিগুণ।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh