• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গবিসাসে মৌসুমি ফল উৎসব

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২২, ২২:৫৪
গবিসাসের মৌসুমি ফল উৎসব

বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ ম-ম ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বুধবার (১৫ জুন) দুপুরে গবিসাস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন, ‘আজকের উৎসব সকলের মাঝে একটা পারিবারিক আবহ এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরনের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করার। তাতে সকলেই অংশ নিতে পারবেন।’

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, 'এটা খুবই সুন্দর আয়োজন। এই উৎসবের মাধ্যমে একসাথে অনেক ধরণের ফলের স্বাদ পাওয়া যায়। নিয়মিত এ ধরণের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নেব।’

উৎসবে গবিসাসের সহসভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়নসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাফল্যের ৪০ বছর উদযাপিত
X
Fresh