• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রতিদিনই বাড়ছে ‘মাঙ্কিপক্স’র সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ১১:২৩
প্রতিদিনই বাড়ছে ‘মাঙ্কিপক্স’র সংক্রমণ
ছবি সংগৃহীত

করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ‘মাঙ্কিপক্স’ নামে এক ভয়ংকর ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। গত শুক্রবার (১৩ মে) থেকে এখন পর্যন্ত ১২টি দেশে ৯২ জন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটির সংক্রামক নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতোমধ্যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এই মাঙ্কিপক্স’ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়াও যেসব দেশে ভাইরাসটির সংক্রমণ এখনও পাওয়া যায়নি সেসব দেশগুলোতে নজরদারি বাড়াতে সংস্থাটি জোর দিয়েছে। কারণ মাঙ্কিপক্স সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে, গবেষণায় দেখা যায় মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটছে। ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে যারা লক্ষণযুক্ত তারা আক্রান্ত হচ্ছে।

ডব্লিউএইচও আরও জানায়, নন-এনডেমিক দেশগুলোতে নজরদারি বাড়ানো হলে মাঙ্কিপক্সের আরও কেস শনাক্ত হবে। যে সকল ব্যক্তি সবচেয়ে বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন, তাদের সঠিক তথ্য দিয়ে জানানোর উপর তাৎক্ষণিক ভাবে নজর দিতে হবে। এই সংক্রামণ যাতে আরও না ছড়িয়ে পড়ে, তা বন্ধ করতে হবে।

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে সবচেয়ে বেশি। রোগটির নাম মাঙ্কিপক্স কারণ, এটি প্রথম বানরের মধ্যে সনাক্ত করা গিয়েছিল। এখন পর্যন্ত ৯২ জনের মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং ১১টি দেশে আরও ৫০ জনের এই ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে।

রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি ওঠে। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাত ও পায়ের তালুতে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
X
Fresh