• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক টুইটেই লাখ টাকা আয় করার উপায়

আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২১:০৭
এক টুইটেই লাখ টাকা আয় করার উপায়
ছবি : সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আয়ের অন্যতম উৎস। সব বয়সী মানুষই ব্যবহার করছেন এ প্ল্যাটফর্মগুলো। এবার এক টুইট থেকেই আয় করতে পারবেন ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। তবে টুইট করতে হবে কিছু নিয়ম মেনে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এক টুইট থেকে লাখ টাকা আয় করবেন—

প্রথমে টুইটারে অ্যাকাউন্ট খুলুন। এরপর ছবি বা ভিডিও পোস্ট করতে থাকুন। অন্যদের চেয়ে একটু আলাদা ধরনের কনটেন্ট আপলোড করুন। যত বেশি আপলোড করবেন; তত বেশি অ্যানগেজিং পাবেন। এতে ফলোয়ারের সংখ্যা বাড়বে খুব দ্রুত। ফলোয়ারের সংখ্যা এক লাখ ছাড়ালেই অ্যাকাউন্ট থেকে আয় করতে পারবেন।

এরপর যত বেশি অ্যানগেজিং পাবেন এবং ফলোয়ার বাড়বে; ততই আয় বাড়বে টুইটার থেকে। টুইটার থেকে আয়ের আরেকটি ভালো উপায় হচ্ছে ব্লু টিক প্রোফাইল। অর্থাৎ টুইটারের ভেরিফায়েড পেজ। অ্যাকাউন্ট ভেরিফায়েড হলে আয় হবে অনেক বেশি।

বর্তমানে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট আছে টুইটারে। এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া ও গুজব খবর ছড়ায়, যা ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে পারে। এজন্য ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে এক টুইটেই আয় হবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা।

ফলোয়ার ও ব্লু টিক পাওয়ার পরই প্রোফাইলে পেইড প্রোমোশন শুরু হবে। এরপর বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট শেয়ার করে আয় করতে পারবেন। এ ধরনের টুইটকে বলা হয় ঘোস্টরাইট টুইট। ঘোস্টরাইট টুইট থেকেই লাখ টাকা আয় করা যায়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির টুইট
শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী
X
Fresh