• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

স্কুলে বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার হার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ০৭ জুন ২০১৭, ১৬:০৬

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ নানা প্রতিযোগিতায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও নিয়মিত চলছে অনুশীলন।

ফলে শিক্ষার্থী উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি কমছে ঝরে পড়ার হার। ক্লাস শুরুর আগে কিংবা বিরতিতে চলে শিক্ষার্থীদের এমন অনুশীলন। ফুটবল, মোরগ লড়াই ও দড়িলাফসহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেন শিক্ষার্থীরা।

ঝিনাইদহের ৯৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এমনই। শিক্ষকরা আগ্রহের সঙ্গে শিক্ষার্থীদের অনুশীলন করান। শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে অংশ নিয়ে থাকে।

এতে কোমলমতি শিশুদের যেমন মানসিক বিকাশ হচ্ছে, তেমনি বাড়ছে উপস্থিতির হার। গেলো কয়েকবছরের তুলনায় এসব বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে প্রায় ১০ ভাগ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে শিক্ষার্থীরা। শিক্ষকররা মনে করেন, এর মাধ্যমে পড়াশোনার প্রতিও আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের।

ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রাথদিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিসর আরো বাড়ানোর উদ্যোগ নেয়া উচিত।

তবে সংশ্লিষ্টদের দাবি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই বিষয়টিতে আরো গুরুত্ব দিতে হবে।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh