• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল খুলতে যে নির্দেশনা দিল মাউশি 

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮
শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল খুলতে যে নির্দেশনা দিল মাউশি 
ছবি: সংগৃহীত

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি খোলা হচ্ছে আবাসিক হোস্টেল। তবে হোস্টেল খোলার জন্য কিছু নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল (৯ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আবার স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফেরানো এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য কার্যক্রমে অংশ গ্রহণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে।

তবে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রয়েছে। এজন্য যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল রয়েছে সেসকল হোস্টেল চালুর ক্ষেত্রে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধির পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

নির্দেশনার কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক বরাবর এবং সকল আঞ্চলিক উপপরিচালকের নিকট পাঠানো হয়েছে।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
X
Fresh