• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হুমায়ুন আজাদের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ

আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২১, ০৯:৪৩
হুমায়ুন আজাদের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ
ফাইল ছবি

প্রথাবিরোধী লেখক, কিশোর সাহিত্যিক, সমালোচক, গল্পকার, রাজনৈতিক ভাষ্যকর ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১২ আগষ্ট জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করে তিনি।

ধর্ম, মৌলবাদ, নারীবাদ, রাজনৈতিক সমালোচনামূলক বক্তব্যের জন্য ১৯৮০’র দশক থেকে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি। ধারণা করা হয় ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখার কারণেই ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে যদিও তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ৭ আগষ্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যাওয়ার পাঁচ দিনপর মিউনিখের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।

১৯৪৭ সালে জন্ম নেওয়া হুমায়ুন আজাদ বিক্রমপুরের রাঢ়িখালের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সাহিত্যানুরাগীরা।

ইমা/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh