Mir cement
logo
  • ঢাকা শনিবার, ০৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮

সংখ্যালঘু জনজাতি বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা দেবে আইইডি

সংখ্যালঘু জনজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট (আইইডি)'। প্রিন্ট, অনলাইন, ইলেক্ট্রনিক মিডিয়া এই তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে সম্মানিত করা হবে বলে আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন আহ্বান করে দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সময়ের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের লিংক, প্রিন্ট ভার্সনের ফটোকপি, ভিডিও ক্লিপ জমা দেয়া যাবে। প্রতিবেদনের সঙ্গে অবশ্যই প্রতিবেদকের পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।

আগ্রহী সাংবাদিকদের জীবনবৃত্তান্তসহ ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এণ্ড ডেভলপমেন্ট (আইইডি), কল্পনা সুন্দর, ১৩/১৪ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা’ ঠিকানায় ২০ মে, ২০২১-র মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অথবা [email protected] ইমেইলে সম্মাননার জন্য প্রতিবেদন জমা দেয়া যাবে।

এম

RTV Drama
RTVPLUS