Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

কবি শঙ্খ ঘোষের পর করোনায় মারা গেলেন স্ত্রী

কবি শঙ্খ ঘোষের পর করোনায় মারা গেলেন স্ত্রী
শঙ্খ ও প্রতিমা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার ৮ দিন পর মারা গেলেন তার স্ত্রী প্রতিমা ঘোষও। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কলকাতা সময় ভোর ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খের। একই সঙ্গে আক্রান্ত হন তার স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। এরই মধ্যে ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের।

পরিবার সূত্রে জানা গেছে, কবি শঙ্খ ঘোষের মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমারও। তাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। এ কারণে বাড়িতেই চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কলকাতা সময় ভোর ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, শঙ্খ ও প্রতিমার বৈবাহিক জীবন ছিল ৬৫ বছরের। জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। প্রকাশ হয়েছে একাধিক বই।

জিএম

RTV Drama
RTVPLUS