• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সরকারি নির্দেশনার পরও হল ছাড়েননি জাবি শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬
সরকারি নির্দেশনার পরও হল ছাড়েননি জাবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি নির্দেশনার পরও আবাসিক হল ছাড়েননি। একই সঙ্গে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের তালা ভেঙে আবারও ছাত্রীরা ওই হলে অবস্থান নিয়েছেন।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে আদেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

সকাল ১১টা পর্যন্ত হল না ছাড়ায় প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন শিক্ষার্থীদের রুমে গিয়ে হল ছাড়ার অনুরোধ করেন। কিন্তু ছাত্ররা হল ছাড়বেন না বলে জানিয়ে দেন। তারা বলেন, এই মুহূর্তে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা বাসা ছেড়ে দিয়েছেন। গেরুয়া এলাকায় তারা এখন অনিরাপদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, হল প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করেছে। কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়তে রাজি হয়নি।

এদিকে দুপুর ১২টার দিকে প্রশাসনের হল ছাড়ার নির্দেশনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিরগিজস্তানে জনতার হামলা, সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন চিকিৎসা অনুদান, আবেদন যেভাবে
জাবি ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা বাসের সেই সহকারী গ্রেপ্তার
তাপপ্রবাহে এক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ
X
Fresh