• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অন্তরের চিকিৎসায় দুই লাখ ৬৭ হাজার টাকা হস্তান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৩
হস্তান্তর×শিক্ষা×বিশ্ববিদ্যালয়×চিকিৎসা×বাংলাদেশ×
আরটিভি নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য দুই লাখ ৬৭ হাজার পাঁচশ’ টাকা হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার ইংরেজি বিভাগে অন্তরের বন্ধুদের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।

ইংরেজি বিভাগের পক্ষ থেকে ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ও অন্তরের ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক লাখ ২৭ হাজার টাকা প্রদান করা হয়।

এ বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, বিধবা মায়ের একমাত্র সন্তান অন্তর। তার অসুস্থতার এ মুহূর্তে আমাদের সকলের উচিত তার পাশে থাকা। তার মা হার্টের রোগী। এ অবস্থায় উনার পক্ষ কোনোভাবেই চিকিৎসা চালানো সম্ভব না। আর পিতৃহীন অন্তরের অসুস্থতার এ পর্যায়ে যদি আমরা এগিয়ে না আসি তাহলে তার চিকিৎসা সম্ভব না। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।

প্রসঙ্গত, অন্তর সাহার কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনে প্রায় ৩০-৩৫ লাখ টাকা। কিন্তু টাকার অভাবে তা এখনও করা সম্ভব হয়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
X
Fresh