• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা নিবেদন

আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২০, ১৭:০০
DRU pays homage to the heroic martyrs of the liberation war
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ (১৬ ডিসেম্বর) বুধবার সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, আজিজুর রহমান (রহমান আজিজ), রুমানা জামান, মোঃ মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিআরইউর সাবেক কার্যনিবাহী সদস্য আয়াতুল্লাহ আক্তারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ডিআরইউ নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পৃথক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এতে বক্তব্য রাখেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, জাবির জার্নালিজম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মন্ডল, ডিআরইউর যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। এছাড়া জাবি সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব, জাবি প্রেসক্লাবের সভাপতি মোঃ মুসা প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ডিআরইউর কার্যনির্বাহী সদস্য এম এম জসিম।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আজ নসরুল হামিদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’প্রদর্শিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ও ‘আগুনের পরশমণি’প্রদর্শিত হবে। কর্মসূচির শেষ দিন ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আলোচনায় অংশ নেবেন সংগঠনের সিনিয়র সদস্যরা।
পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কাউটিংয়ের মাধ্যমে যুবসমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে : রাষ্ট্রপতি
‌‘যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, তা আ.লীগ ধূলিসাৎ করেছে’
দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী
আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে : ফখরুল
X
Fresh