logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

যেভাবে হারানো মোবাইল ফোন খুঁজে দেবে গুগল!

Mobile phone, google,
মোবাইল ফোন।
অনেকেই মোবাইল ফোন খুঁজে পান না। হয়তো কিছুক্ষণ আগেও মোবাইল ফোনটি কাছেই ছিলো। এমন ঘটনা হরহামেশাই হয়ে থাকে আমাদের সঙ্গে। অন্য ফোন থেকে ডায়াল করলে দেখা যায় রিং বাজছে কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। 

তখন মনে হতে পারে ফোন তো সাইলেন্ট করা ছিলো।  এরকম পরিস্থিতিতে সাহায্য নিতে পারেন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। নিজের জি মেইল সাইন ইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

পরে ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন।  তারপর  ‘রিং’ অপশন সিলেক্ট করুন। তার পর দেখতে পাবেন আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বাজতে শুরু করেছে।

এক্ষেত্রে অবশ্য যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে। আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এই সুবিধা পেতে পারেন।

এম   

RTV Drama
RTVPLUS