• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুবির বিজনেস অনুষদে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৪:২৪
IQAC training workshop, at Kubir Business, rtv news
ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আখতার।

গতকাল বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদের কম্পিউটার ল্যাব কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনা ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর মধ্যে আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি। ঝুঁকির মধ্যেই আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর প্রয়োজনও ছিল। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরণে এই সেমিনারগুলো খুবই প্রয়োজন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh