• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে বিচার চলবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৭, ১৬:০৫

আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

বুধাবার বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে মামলা চলবে বলে রায় দেন।

আদালতের এর রায়ের ফলে ফজলুল হকের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে আর কোনো আইনি বাধা নেই।

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করে।

তার বিরুদ্ধে ৯৭ লাখ টাকা তথ্য গোপন ও ১ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের বিষয়ে অভিযোগ আনে দুদক।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh