• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই আরিফুলের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১৫:০২

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনে কোনো বাধা থাকলো না। সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগ পত্র দাখিলের পর মেয়র আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৫ সালের জানুয়ারি মাসে করা ঐ বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। আবেদনের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন শুনানি করেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যোর বাজারে একটি জনসভায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াসহ ৫ জনের ওপর গ্রেনেড হামলা করে হত্যা করা হয়। গেলো ১৩ নভেম্বর হবিগঞ্জের একটি আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় নতুন করে আরিফসহ ১১ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট জমা দেয় পুলিশ। ৩০ ডিসেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh