• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ছুটিতে গিয়ে আটকেপড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনলাইন নিবন্ধন 

মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭
Online registration of Kuwaiti expatriate Bangladeshis stranded on holiday
কুয়েতের বাংলাদেশ দূতাবাস

করোনাভাইরাস মহামারির কারণে লাখ লাখ কুয়েত প্রবাসী আটকা পড়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের হিসেবে এ সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৭১।

কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে দেশে গিয়ে আটকাপড়া শুধু প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৫ হাজার। এ পরিস্থিতিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সহায়তা প্রদানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাংলাদেশে গিয়ে চলমান করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছে। বাংলাদেশে আটকেপড়া সকল কুয়েত প্রবাসীকে দূতাবাসের ওয়েবসাইটের নিবন্ধন লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করার জন্যে অনুরোধে করা হচ্ছে।

দূতাবাস জানায়, উক্ত নিবন্ধনের উদ্দেশ্য হলো ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের একটি তালিকা তৈরি করা।

দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৩২ নিষেধাজ্ঞাকৃত দেশের নাগরিক ছুটিতে গিয়ে আটকেপড়া কুয়েত প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পদক্ষেপ গ্রহণ করেনি।

দূতাবাসের প্রেস রিলিজে আরো জানানো হয়, আটকেপড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার জন্যে দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিবন্ধন সংক্রান্ত সকল প্রকার হালনাগাদ তথ্যের জন্যে আটকেপড়া সকল কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ নিয়মিত অনুসরণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে। নিম্নে বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইট
http://bdembassykuwait.org/database/
পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh