• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশির সন্ধান চেয়ে বিবৃতি

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫
Statement on the search for 5 Bangladeshis in Malaysia
মালয়েশিয়ার আদালতে চলা মামলার সঙ্গে সম্পৃক্ত থাকা পাঁচ বাংলাদেশি

আদালতে চলা মামলার সঙ্গে সম্পৃক্ত থাকা পাঁচ বাংলাদেশি ও এক মালয়েশিয়ানসহ ৬ জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের সন্ধান দিতে স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই পাঁচ বাংলাদেশি হলেন- সোহেল শেখ (৩৮), আরিফুল হক সায়েম (৩১), সুমাইয়া আকতার কনিকা (৩১), মোহাম্মদ লোকমান (২৭) ও মোহাম্মদ রাসেল হোসেন (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় বেশ কয়েকটি মামলার ক্ষেত্রে আদালতে বিচারকাজ এগিয়ে নিতে ঐ সকল ব্যক্তির তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ।

উল্লেখিত, ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্যও বিবৃতিতে অনুরোধ জানানো হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
‘আম্পায়ার জেসিকে ক্রিকেটাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছে’-কোয়াবের বিবৃতি
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
X
Fresh