Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯

দুই হাত না থাকার পরও টিকটক স্টার মেঘা

মেঘা ঘিমিরে

বৈদ্যুতিক এক দুর্ঘটনায় দুটি হাতই কেটে ফেলতে হয় মেঘার। এরপরও দমে যাননি তিনি। নাচ আর দৈনন্দিন কাজের ভিডিও তৈরি করে নিয়মিত পোস্ট করেন টিকটকে। আর সেসব ভিডিও উপভোগ করেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। তার এসব ভিডিও দেখে অনুপ্রাণিত হয় অসংখ্য মানুষ।

মেঘা ঘিমিরে’র (২৩) বাড়ি নেপালে। তার ফলোয়ার সংখ্যা ২৫ লাখ এবং তার লাইক পড়েছে ৪৬ লাখ। মেঘা বলেন, শুরুতে মজার জন্য ভিডিও বানাতাম। এরপর অনেকে আমাকে সহযোগিতা করেছে। টিকটকে প্রচুর ফলোয়ার পেয়েছি। আমার ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হয় বলে মনটা ভরে ওঠে।

মেঘার কৃত্রিম হাত ব্যবহারের ওপর তার ভিডিওটি ১৭ লাখ লোক দেখেছে।

বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, জন্মের সময় দুই হাতই ছিল মেঘার।

মেঘা জানায়, ১৮ বছর বয়সে ব্যালকনিতে একদিন আমার গায়ে বৈদ্যুতিক শক্ লাগে। আমি প্রথমে জানতাম না সেখানে খোলা তার ছিল। যখন হাত তুলেছিলাম তখন হাতে বিদ্যুতের প্রচণ্ড ধাক্কা লাগে। ঐ তার দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল। সেদিন পুরো গায়ে বিদ্যুতের স্পর্শ লাগলে আমি বাঁচতে পারতাম না।

মেঘা তার কৃত্রিম হাতের থেকে তার পা আর মুখ ব্যবহার করতে বেশি পছন্দ করেন। সে জানায়, হাত দুটি চলে যাওয়ার পর কোনো কাজ করতে পারতাম না। বাবা ও মা আমার সব কাজ করে দিতেন। পোশাক পরানো, টয়লেটে নিয়ে যাওয়া ও গোসল করানো সবই করাতেন। এরপর ধীরে ধীরে পা ব্যবহার করে খাওয়াসহ সব কাজ করতে শিখলাম। এভাবে মনোবল ফিরে পেলাম।

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS