• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার সহজ উপায়ে চুল হবে লম্বা-ঘন-কালো!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২১, ১৫:৪০
প্রতীকী ছবি

মেয়ে বা নারীর মাথায় যদি ঘন লম্বা চুল থাকে তাহলে যেন তার সৌন্দর্য্য আরও কয়েকগুণ বেড়ে যায়। মুখে স্বীকার না করলেও সত্য যে, প্রতিটি পুরুষই কোনো মেয়েকে পছন্দের সময় তার মাথার চুলকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে।

নারীদেরও চেষ্টার কমতি থাকে না মাথার চুল লম্বা ও সুন্দর করে তোলার জন্য। তাই তো বাজারে পাওয়া বিভিন্ন ধরনের তেল ও ভিটামিন ব্যবহার করে থাকে চুলে। কিন্তু তারা কখনোই ভাবে না যে, সচরাচর পাওয়া এসব উপকরণ মাথার চুলের জন্য কতটা উপকারী। এক্ষেত্রে কিছুটা হলেও সচেতন ও সতর্ক থাকা উচিত।

অ্যালোভেরা জেল, বাড়ি যদি অ্যালোভেরার গাছ না থাকে তাহলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিন। এটি মাথার স্ক্যাপ্লে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। ভালো করে চুল ধুয়ে নেয়ার পর নিজেই চুল দেখে অবাক হবেন। এছাড়া সপ্তাহে এভাবে দু-তিনবার অ্যালোভেরা জেল ব্যবহারের ফলে দেখবেন চুলের গোড়া মজবুত হবে এবং চুলের বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা রাখবে।

সূত্র : জি-নিউজ

এসআর/

মন্তব্য করুন

daraz
  • পরামর্শ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বারের সামনে নারীদের চুলোচুলি
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে ইসরায়েল
মুঠো ভর্তি চুল উঠছে, ভয়াবহ অসুখ কি না জানুন এই ৫ পরীক্ষায়
X
Fresh