logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২১, ১৯:৩৬
আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯:৪১

আপনি কি প্রেমে পড়েছেন, বুঝবেন কিভাবে?

Are you in love, how do you understand?, rtv
আপনি কি প্রেমে পড়েছেন, বুঝবেন কিভাবে?

দু’জনের ভালো লাগা থেকে একটি সম্পর্কের শুরু হয়। ভালো লাগা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। তৈরি হয় নতুন এক সম্পর্ক, যেখানে থাকে শুধুই প্রেম আর ভালোবাসা। আর দু’জনের মনের ভেতরে থাকা সুপ্ত যতসব স্বপ্ন-বাসনা ও অনুভূতির ভেলা।

এই মধুর সম্পর্কের শুরুটা কিন্তু এতো সহজে হয় না। প্রথমে খুব কাছের কারো প্রতি ভালো লাগা জন্ম নেয়। তারপরই শুরু হয় বাকি পথ চলা। কিন্তু দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে কিভাবে বুঝবেন কাছের, সহকর্মীর বা বন্ধু-বান্ধবীর প্রেমে পড়েছেন আপনি। এবার তাহলে সেই সব কিছু বিষয় তুলে ধরা হলো যা থেকে বুঝতে পারবেন আপনি প্রকৃত অর্থেই প্রেমে পড়েছেন-

  • আরও পড়ুন... ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে নিয়ে গেল পুলিশ
  • দূরে থাকার পরও বিশেষ কোনো একজনের ফোন বা মেসেজে মুহূর্তেই সকল অবসাদ, ক্লান্তি দূর হয়।
  • দেখার পর ভালো লাগার অনুভূতি জাগে এবং তাকে শুধু দেখতেই মন চায়।
  • কিছুক্ষণ পরপর তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় এবং অনুপস্থিতিতে তার ছবি বারবার দেখা।
  • যা কিছুই বলেন না কেন তাই সঠিক কাজ মনে হয়।
  • ভালো বা খারাপ সবই প্রথম তাকে জানাতে ইচ্ছে হয়।
  • যত্রতত্র তার কথা মনে পড়ে ও স্বপ্নে তাকে নিয়ে বিভোর থাকা।

প্রেম প্রতিটি মানুষের জীবনেই আসে, শুধু সময়ের ব্যবধান থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়েই থাকে তাহলে বুঝে নিবেন আপনি নিশ্চিত প্রেমে পড়েছেন। এক্ষেত্রে আর দেরি না করে সুন্দর একটা দিন নির্বাচন করে তাকে বলে দিন আপনার মনের গোপন ভালোবাসার কথা। হয়তো সেখান থেকে শুরু হতে পারে নতুন এক জীবনের পথ চলা...

এসআর/

RTV Drama
RTVPLUS