Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ২২:৪৫
আপডেট : ০৮ মে ২০২১, ২২:৪৯

বাংলাদেশি শফিকুর রহমানের আজানের প্রশংসায় আরব মিডিয়া (ভিডিও)

বাংলাদেশি শফিকুর রহমানের আজানের প্রশংসায় আরব মিডিয়া (ভিডিও)

লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আয়োজিত একটি সর্বধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমানের (৩৫) আজানের ধ্বনির প্রশংসা আরব মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তার দেওয়া আজান ভিডিও করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে পোস্ট দিয়েছেন।

শুক্রবার যুক্তরাজ্যে টাওয়ার হ্যামলেটস হোমস, ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম যৌথভাবে ওই ইফতার পার্টির আয়োজন করে।

বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমানের আজানের ধ্বনি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শোনে সবাই অবাক হয়ে যান।

১৯৭৫ সাল থেকেই পবিত্র মক্কা নগরীর মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লা। তার কণ্ঠ সারা বিশ্বে প্রশংসিত।

ছোটবেলা থেকেই আজান দেয়ার অভ্যাস কাজি শফিকুর রহমানের।

বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজি শফিকুর রহমান মূলত ব্যবসায়ী। ইফতারির আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়।

এ সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। অনেকেই তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন।

লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আজান দিতে পেরে খুশি হয়েছেন শফিকুর রহমান।

এফএ

RTV Drama
RTVPLUS